রবিবার, ৩ মে, ২০২০
করোনা পরিস্থিতিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন রামপাশা ইউপি চেয়ারম্যান এড. আলমগীর।
নিজস্ব প্রতিবেদন::: করোনা পরিস্থতিতে সারা পৃথিবী দিশেহারা।শক্তিশালী দেশগুলো এটির একমাত্র উপায় দেখছেন আকাশ থেকে।বাংলাদেশের মত মধ্যম আয়ের দেশেও বেশ পড়েছে করোনা প্রভাব।দিন দিন বাড়ছে করোনা আতংক।নিম্নবিত্ত, মধ্যবিত্ত,উচ্চবিত্ত সবাই এখন ঘরবন্দি।করোনা প্রভাবে অনেকেই পড়েছেন খাদ্য সংকটে।সরকারি তহবিল,বেসরকারি,সামাজিক এবং সাংস্কৃতিসহ সবধরণের সংস্থা ত্রান বিতরণ করছেন।করোনা মহামারিতে ৪ নং রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান এড. মোহাম্মদ আলমগীর ভাই দিন রাত পরিশ্রম করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নিজের জীবন বাজি রেখে দরিদ্র এবং করোনা পরিস্থতিতে যারা আর্থিক সমস্যা এবং খাদ্য সংকটে রয়েছেন উনি সরকারের তহবিল থেকে প্রাপ্ত ত্রান সামগ্রী সুষম বন্টন করে দিচ্ছেন।সরকারের তহবিল ব্যতিত বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার মাধ্যমে এবং নিজস্ব অর্থায়নে ত্রান সামগ্রী পৌছিয়ে দিচ্ছেন মানুষের ঘরে ঘরে।ত্রান সামগ্রী বিতরনের পাশাপাশি করোনার ভয়াল থাবা থেকে বাচার জন্য গণসচেতনতা গড়ে তুলেছেন।হোম কোয়ারেন্টাইন নিশ্চিত এবং সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।জীবন রক্ষার জন্যে পরনে নেই কোন পিপিই,শুধু নিজ ইউনিয়নের প্রত্যেকটা নাগরিককে নিরাপদে রাখতে জীবন বাজি রেখে আপন গতিতে চলছেন এই জনপ্রতিনিধি।
উনার একটিই চাওয়া উনার চারপাশের এবং ইউনিয়নের মানুষ যেন সুস্থ এবং নিরাপদ থাকে।বস্তুত আমরা নির্বাচনের ইস্তেহারে জনপ্রতিনিধিগন যে প্রতিশ্রুতি দেন তা নিজের শতভাগ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন রক্ষা করার জন্য। মানবতার মূর্তপ্রতিক হয়ে আজীবন বেচে থাকবেন মানবতার এই ফেরিওয়ালা।মানবতার কল্যানে জনম জনম কাজ করে যাবেন এই বিশ্বাস করি।হয়ত একদিন করোনাসহ সকল মহামারি দূর হয়ে যাবে,শুধু ইউনিয়নের প্রত্যেকটা মানুষের
হৃদয়ে রয়ে যাবেন একজন জনপ্রতিনিধি, একজন মানবতার কল্যানে কাজ করে যাওয়া এড. মোহাম্মদ আলমগীর ভাইয়ের ভালবাসা।
মোহাম্মদ রেনু মিয়া
রামপাশা থেকে,
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রতিবন্ধিদের জায়গা সহ ঘর নির্মান পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান
সিলেটের জেলা প্রশাসক জনাব মজিবর রহমান রামপাশা ইউনিয়নের প্রতিবন্ধীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার জায়গা সহ গৃহ নির্মাণের কাজগুলো ...

-
ছিল মৃত্যুর এক ফাদ।যেকোন সময় ঘটতে পারত প্রানহানীর মত বড় দুর্ঘটনা। ইতিমধ্যে সি,এন,জি সহ বেশ কিছু গাড়ি উলটে গিয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয় এই জায়...
-
পাকা দালান ঘর পাচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্ত সালেক উদ্দিন।৪ নং রামপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা সালেক উদ্দিনের ঘর বিগত বন্যায় ব্যাপক ক্ষত...
-
নিজস্ব প্রতিবেদন::: করোনা পরিস্থতিতে সারা পৃথিবী দিশেহারা।শক্তিশালী দেশগুলো এটির একমাত্র উপায় দেখছেন আকাশ থেকে।বাংলাদেশের মত মধ্যম আয়ের দেশে...