বিশ্বনাথ রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েন কর্তৃক আয়োজিত রামপাশা ইউনিয়নের ক্রিকেট লীগ ২০২০ আসরের ২য় সেমিফাইনালে নাটকে ঠাসা খেলায় এস,আর ক্রিকেট ক্লাবকে ১ রানে হারিয়ে ফাইনালে উঠেছে জননী ক্রিকেট ক্লাব।টসে জয় লাভ করে জননী অধিনায়ক মুস্তাফিজুর রহমান কিনু প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহন করেন।মিডল অর্ডার ব্যাটসম্যান আহাদের অর্ধ শতক,রাজন এবং কামরানের মাঝারি ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান করে জননী ক্রিকেট ক্লাব।পাঁচটি চার এবং চারটি ছয়ের মারে ৩৪ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন আহাদ।

২১ বলে ২৩ রান করেন রাজন,শেষের দিকে ১৪ বলে ২১ রানের ছোট ক্যামিও ইনিংস খেলেন কামরান।এস,আর ক্রিকেট ক্লাব সাকিব ৪ ওভার বলে করে ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনিং ব্যাটসম্যান কানন এবং মাহবুব ভালো সুচনা করেন।দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় এস,আর ক্রিকেট ক্লাব।দ্বিতীয় উইকেট জুটিতে অভিজ্ঞ কানন এবং সাইফুল ৫২ রানের পার্টনারশিপ দেন।সাইফুল দলীয় ৯০ রানে ২৭ বলে ১৪ রানে আউট হলে খেলায় ফিরে আসে জননী ক্রিকেট ক্লাব।কানন চারটি ছয় এবং পাঁচটি চারে ৬৩ রান করে রিটায়ার্ড হার্টে চলে যান।ব্যাটিয়ে আসেন হার্ড হিটার দিলাল এবং মারুফ সমীকরণ দাঁড়ায় শেষ দুই ওভারে ৩৩ রান দরকার।১৯ তম ওভার করতে আসেন রাজন।রাজনের ওভার থেকে মারুফ নেন ১৭ রান।শেষ ওভারে এস,আর এর জন্য দরকার ১৬!!! বোলিং এ শিবলু।ব্যাটিং এ দিলাল।প্রথম বলে ছক্কা।৫বলে দরকার ১০ রান।স্নায়ু চাপে সবাই।পরের বলে ১ রান।২০ তম ওভারে চতূর্থ বলে দিলালের ছক্কা।১ বলে জিততে দরকার ২ রান।টান টান উত্তেজনা। কিন্তু দিলাল শেষ বলে কোন রান নিতে পারেন নি।ফলে শ্বাসরুদ্ধকর খেলায় ১ উইকেটে জিতে যায় জননী ক্রিকেট ক্লাব।১১ বলে ২৪ রান করেন মারুফ।১৪ বলে ১৭ রান করেন দিলাল।৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেন অধিনায়ক কিনু।৩৪ বলে ৫৪ রানের ঝকঝকে ইনিংসের জন্য ম্যাচ সেরা হন আহাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন