সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
৭৩ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করল এস আর ক্রিকেট ক্লাব
বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন ক্রিকেট লীগের আজকের প্লে অফের খেলায় নিউ স্টার ক্রিকেট ক্লাবকে ৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আসরের অন্যতম শক্তিশালি দল এস আর ক্রিকেট ক্লাব।নিউ স্টার ক্রিকেট ক্লাবের অধিনায়ক তোফায়েল টসে জয় লাভ করে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন।ব্যাটিং্যে নেমে দলীয় ২৭ রানে ব্যক্তিগত ১৫ রানে আউট হন ওপেনার মাহবুব।তৃতীয় উইকেটে অভিজ্ঞ কানন আহমেদ এবং যুবরাজ যুব ৫০ রানের পার্টনারশিপ দেন।তিনটি চার এবং দুই ছয়ে ৩৯ বলে ৩২ রান করে আরশাদের বলে আউট হোন কানন আহমেদ।তিনটি চার এবং একটি ছয়ে ২৪ বলে ৩০ রান করেন যুবরাজ যুব।নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল এস,আর ক্রিকেট ক্লাব সেখানে অষ্টম জুটিতে ৭৪ রান সংগ্রহ করেন মারুফ এবং হুসাইন।চারটি ছয় এবং দুইটি চারে মাধ্যমে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন মারুফ।১৩ বলে ২০ রান করে হুসাইন।নির্ধারিত ২০ ওভারে ১৭৩ রান সংগ্রহ করে এস আর ক্রিকেট ক্লাব।নিউ স্টার ক্রিকেট ক্লাবের পক্ষে রাজা ৪ ওভার বল করে ১ মেইডেনে ১৪ রান দিয়ে ২ উইকেট শিকার করে।১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাইফুল কামরুল এবং সাকিব এর বোলিং তোপে ১০০ রানে অলআউট হয় নিউ স্টার ক্রিকেট ক্লাব।নিউ স্টারের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন রাসেল।সাইফুল ৪ ওভারে ১ মেইডেনে ৮ রান দেন।৪ ওভারে ২ মেইডেনে ১০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন সাকিব।ফলে ৭৩ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে এস আর ক্রিকেট ক্লাব।১০ রানে ৩ উইকেট শিকার করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সাকিব।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রতিবন্ধিদের জায়গা সহ ঘর নির্মান পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান
সিলেটের জেলা প্রশাসক জনাব মজিবর রহমান রামপাশা ইউনিয়নের প্রতিবন্ধীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার জায়গা সহ গৃহ নির্মাণের কাজগুলো ...

-
ছিল মৃত্যুর এক ফাদ।যেকোন সময় ঘটতে পারত প্রানহানীর মত বড় দুর্ঘটনা। ইতিমধ্যে সি,এন,জি সহ বেশ কিছু গাড়ি উলটে গিয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয় এই জায়...
-
পাকা দালান ঘর পাচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্ত সালেক উদ্দিন।৪ নং রামপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা সালেক উদ্দিনের ঘর বিগত বন্যায় ব্যাপক ক্ষত...
-
নিজস্ব প্রতিবেদন::: করোনা পরিস্থতিতে সারা পৃথিবী দিশেহারা।শক্তিশালী দেশগুলো এটির একমাত্র উপায় দেখছেন আকাশ থেকে।বাংলাদেশের মত মধ্যম আয়ের দেশে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন