
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
স্বপ্ন ভাঙ্গার দিনে,সারা জীবনের আশির্বাদ দিয়ে বলছি,আপনারা কোনদিন সুখি হতে পারবেন না।
আজ পূর্বের নোটিশ অনুযায়ী আমরা সবাই ডিপিও অফিসে যাই যোগদান করতে।সকালে যখন অফিসে যাওয়ার জন্য গাড়িতে উঠি কেন যেন আমার কাছে কার রেস এর মত লাগছে।বার বার সাত্তার স্যারের পোস্ট মনে পড়ছিল।আমাকে ওদের আগে যেতেই হবে।গেলাম সবকিছু টিক ছিল।১০ টায় জমা নেওয়ার কথা থাকলেও সাড়ে ১০ টায় কার্যক্রম শুরু হয়।সবাই সবার কাগজপত্র টিক করতে ব্যস্ত।পাওয়া তথ্যে ১০০+ শিক্ষক যোগদান পত্র অনুমোদন করেছেন।পরে হঠাৎ আওয়াজ আসল স্থগিত।পরে কর্মকর্তারা বললেন একটা ইমেল আসছে স্থগিতাদেশ এর তাই আমরা কার্যক্রম বন্ধ রেখেছি।আপনারা ১ ঘন্টা বাইরে অপেক্ষা করুন।আমরা সবাই কিছুটা হইচই শুরু করলাম।কিছুটা প্রতিবাদি।কিছু কর্মসূচি ও দেওয়া হয়।অনেক সময় চলে গেলেও ভিতর থেকে কোন খবর আসে নাই।আমাদের দ্বায়িত্ব প্রাপ্তরা ভিতরে ঢুকে স্যারের সাথে কথা বলেন।কিছুটা রাগ আর ক্ষোভ ও দেখান।কিন্তু ডিপিও স্যার আইনের মার পেচ দেখিয়ে কোন আদেশ না আসা পর্যন্ত কার্যক্রম বন্ধ মর্মে নোটিশ তৈরি করেন।আমাদের শিক্ষকদের আরো ক্ষোভ এবং রাগ বাড়তে থাকে।বারবার স্লোগানে মুখরিত হয় অফিস প্রাঙ্গন।পরে ডিপিও স্যার কিছু পুলিশ আনেন।
যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিকাল ৪টায় অফিসিয়ালি নোটিশ দেন পরবর্তি ঘোষনা না আসা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ।তীরে এসে তরী ডুবে যায়।সবাই হতাশাগ্রস্থ এবং নিরাশ হয়ে বাড়ির পানে ফিরে যায়।জানি না কে কাকে কি বলে বুঝ দিতেছেন।হয়তবা অভিনয় করে ভালো থাকতেছেন।কাউকে কিছু বলতে পারতেছেন না।আর সবকিছু সহ্যের বাইরেও চলে যাচ্ছে।যেখানে সব কিছু স্বপ্নের মত হওয়ার কথা সেখানে দু:স্বপ্নের একটা দিন গেল।আমরা মনে প্রানে বিশ্বাস করি,কাউকে কষ্ট দিয়ে কেউ কোন দিন সুখি হতে পারে না।আপনারা পারবেন তোহ????আপনারা যে স্বপ্ন ভাঙ্গার উৎসবে মেতেছেন,যেদিন আপনাদের স্বপ্ন ভাঙ্গবে বুঝবেন।স্বপ্ন ভাঙ্গা কি জিনিস।সারা জীবনের আশির্বাদ দিয়ে বলছি,আপনারা কোন দিন ভালো থাকবেন না।
সিলেট থেকে,
মো:রেনু মিয়া

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রতিবন্ধিদের জায়গা সহ ঘর নির্মান পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান
সিলেটের জেলা প্রশাসক জনাব মজিবর রহমান রামপাশা ইউনিয়নের প্রতিবন্ধীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার জায়গা সহ গৃহ নির্মাণের কাজগুলো ...

-
ছিল মৃত্যুর এক ফাদ।যেকোন সময় ঘটতে পারত প্রানহানীর মত বড় দুর্ঘটনা। ইতিমধ্যে সি,এন,জি সহ বেশ কিছু গাড়ি উলটে গিয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয় এই জায়...
-
পাকা দালান ঘর পাচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্ত সালেক উদ্দিন।৪ নং রামপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা সালেক উদ্দিনের ঘর বিগত বন্যায় ব্যাপক ক্ষত...
-
নিজস্ব প্রতিবেদন::: করোনা পরিস্থতিতে সারা পৃথিবী দিশেহারা।শক্তিশালী দেশগুলো এটির একমাত্র উপায় দেখছেন আকাশ থেকে।বাংলাদেশের মত মধ্যম আয়ের দেশে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন