মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
চলে গেলেন সবার প্রিয় নজরুল স্যার।
চলে গেলেন হাজার হাজার মানুষ গড়ার কারিগর,সদালাপী,যার কথায় নম্রতা এবং বিনয়ের সঠিক পরিচয় পাওয়া যেত,একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এবং আল আজম উচ্চ বিদ্যালয়ের সাবেক সুনামধন্য শিক্ষক জনাব নজরুল ইসলাম।গতকাল মঙ্গলবার দুপুর ২ টা ১০ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্নালিল্লাহি...রাজুন।গতকাল মঙ্গলবার রাত ১১ঃঃ৫০ মিনিটে স্থানীয় গাজির মোকাম জামে মসজিদে জানাজার নামাজ শেষে গাজির মুকাম কবরস্থানে উনার দাফন সম্পন্ন করা হয়।জনাব নজরুল ইসলাম ছিলেন একজন সৎ,সাদাসিধে মানুষ কিন্তু মাথায় ছিল জ্ঞানের ভান্ডার।
অনেক অনেক সরকারি,বেসরকারি চাকরিজীবী এবং দেশের বিভিন্ন সেক্টরে কাজ করছেন যা নজরুল ইসলাম স্যারের নিজ হাতে গড়া।তিনি ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন,ইংরেজির উপর প্রাকৃতিকভাবে স্যারের একটা দখল ছিল।তাই অনেকে স্যারকে ন্যাচারাল ট্যালেন্ট বলে সম্বোধন করতেন।তার কাছ থেকে অনেক ছাত্র-ছাত্রীরা ইংরেজি শিখে ইংরেজি বিষয়কে আয়ত্ব করেছেন।তিনি ছিলেন আমতৈল গ্রামের সুনামধন্য ব্যক্তিত্ব জনাব মুকিদ মিয়া সাহেবের দ্বিতীয় পুত্র।সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেও জীবন কাটিয়েছেন একবারে সাদামিঠে।তিনি ছিলেন নিরহংকারী, নম্র ভদ্র এবং সদা সদালাপী একজন মানুষ।জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন জ্ঞান বিতরণের জন্য।ছাত্রছাত্রীদের অনেক দিয়েছেন কিন্তু কখনো সেরকম বিনিময় চাননি।উনার একটাই চাওয়া ছিল ছাত্রছাত্রীরা লেখাপড়া করে মানুষের মত মানুষ হোক।ছাত্রছাত্রী শুভাকাঙ্ক্ষী এলাকার লোকজনের সাথে দেখা হলে হাসিমুখে কথা বলতেন।উনার সততা নিষ্টা,নম্রতা,ভদ্রতার জন্য আজীবন বেচে থাকবেন জ্ঞান বিতরনের এই বাতিঘর।উনার মৃতুতে গ্রামবাসী একজন ভালো মানুষ হারালো।উনার অবদান যুগ যুগ মনে মনে রাখবে গ্রামবাসী।আমরা উনার মৃতুতে গভীর শোকাহত। আল্লাহ নজরুল স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন।
মো: রেনু মিয়া
সাবেক ছাত্র,আল আজম উচ্চ বিদ্যালয়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রতিবন্ধিদের জায়গা সহ ঘর নির্মান পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান
সিলেটের জেলা প্রশাসক জনাব মজিবর রহমান রামপাশা ইউনিয়নের প্রতিবন্ধীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার জায়গা সহ গৃহ নির্মাণের কাজগুলো ...

-
ছিল মৃত্যুর এক ফাদ।যেকোন সময় ঘটতে পারত প্রানহানীর মত বড় দুর্ঘটনা। ইতিমধ্যে সি,এন,জি সহ বেশ কিছু গাড়ি উলটে গিয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয় এই জায়...
-
পাকা দালান ঘর পাচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্ত সালেক উদ্দিন।৪ নং রামপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা সালেক উদ্দিনের ঘর বিগত বন্যায় ব্যাপক ক্ষত...
-
নিজস্ব প্রতিবেদন::: করোনা পরিস্থতিতে সারা পৃথিবী দিশেহারা।শক্তিশালী দেশগুলো এটির একমাত্র উপায় দেখছেন আকাশ থেকে।বাংলাদেশের মত মধ্যম আয়ের দেশে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন