বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রতিবন্ধিদের জায়গা সহ ঘর নির্মান পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান


 সিলেটের জেলা প্রশাসক জনাব মজিবর রহমান রামপাশা ইউনিয়নের প্রতিবন্ধীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার জায়গা সহ গৃহ নির্মাণের কাজগুলো পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার তিনি এ পরিদর্শনে আসেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নুসরাত জাহান ও সহকারী কমিশনার (ভূমি) জনাব আসমা জাহান সরকার,রামপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. মোহাম্মদ আলমগীর  সহ সরকারি কর্মকর্তাবৃন্দ।

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

ঘুণে ধরা সমাজকে বদলাতে ইচ্ছা শক্তিই যথেষ্ট-ইঞ্জিনিয়ার সালেহ আহমদ


 ছিল মৃত্যুর এক ফাদ।যেকোন সময় ঘটতে পারত প্রানহানীর মত বড় দুর্ঘটনা। ইতিমধ্যে সি,এন,জি সহ বেশ কিছু গাড়ি উলটে গিয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয় এই জায়গায়।বলছিলাম বিশ্বনাথ টু লামাকাজি রাস্তার পিচের মুখ নামক জায়গায় বিশাল এক গর্তের কথা।অনেক দিন হলেও কর্তৃপক্ষের কোন নজরে আসে নাই এই গর্তটি।আজ বিশ্বনাথ যাওয়ার সময় এই গর্তটি চোখে পড়ে বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, মানবিক ইঞ্জিনিয়ার সালেহ আহমেদ সাহেবের।সাথেই সাথেই ইটের জন্য কল দিলেন,কিছু মানুষকে বললেন সাহায্য করার জন্য।তিনি দাঁড়িয়ে সব কাজ করালেন।মুহুর্তের ভিতরে মৃত্যুর ফাদ স্বাভাবিক হল।নিজে অর্থ ও শ্রম দিয়ে প্রমান করলেন ঘুনে ধরা সমাজকে বদলাতে নিজের ইচ্ছাশক্তিই হচ্ছে প্রধান।এভাবে মানুষের,সমাজের সেবা করে যাচ্ছেন তিনি।এ রকম মানুষ সমাজে বড় প্রয়োজন

শনিবার, ২৭ আগস্ট, ২০২২

ফেসবুক লাইভে ইলিয়াস আলীকে নিয়ে মন্তব্য: বিএনপি নেতাকে শোকজ

 ফেসবুক লাইভে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে নিয়ে মিথ‌্যা তথ‌্য প্রদান করায় বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ শোকজ করা হয়েছে।  শনিবার (২৭ আগস্ট) তাকে শোকজ করেন পৌর বিএনপি সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক বশির আহমদ। আগামী ৭দিনের মধ‌্যে শোকজের জবাব দিতে বলা হয়।

বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই ও সাধারণ সম্পাদক বসির আহমদ জানান, গত ২৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আব্দুর রহমান খালেদ একটি ভিডিও বার্তায় ইলিয়াস আলীকে নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করেন। এতে এম ইলিয়াস আলীর ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। যা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী।


বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সুযোগ পেলেন সিলেটের সাইমুর

 

বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের অন্যতম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বৃটিশসহ যেকোন দেশের ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়টিতে সুযোগ পাওয়া ভাগ্যের বিষয়। কিন্তু বাংলাদেশি ছাত্ররা সেই ভাগ্যকে বিজয় করে প্রতি বছর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সুযোগ পাচ্ছেন। সময় যত গড়াচ্ছে, বাংলাদেশিদের তালিকা ততই দীর্ঘ হচ্ছে।সেই দীর্ঘ তালিকায় এবার নাম লিখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের বিশ্বনাথ উপজেলার সাইমুর রহমান।

তিনি এবারের ‘এ’ লেভেল পরীক্ষায় লন্ডন একাডেমি অফ এক্সসিলেন্স (এলএই) থেকে ফিজিক্স, মেথডস, ফারদার মেথ এবং ক্যামেস্ট্রি বিষয় নিয়ে লেখাপড়া করে সবক’টিতেই এ স্টার লাভ করেন। এ ছাড়া সাইমুর ইয়ার ১২’এ ইপিকিউতে (ডেজার্টেশন অন কোয়ান্টাম কম্পিউটিং) এ স্টার এবং ইয়ার ১৩’এ ওয়ান অফ দ্যা বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন।

করোনা মহামারির পর প্রথম সরাসরি এ লেভেল পরীক্ষার ফল ইংল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে গত ১৮ই আগস্ট বৃহস্পতিবার ঘোষণা করা হয়। এবারের পরীক্ষায় টপ গ্রেডধারীদের সংখ্যা কমলেও বৃটিশ বাংলাদেশিরা আশা জাগানিয়া ফলাফল করেছেন। ফলাফল হাতে পেয়ে সাইমুর কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহর প্রতি। এ ছাড়াও স্কুলের শিক্ষক ও বাবা- মা’র প্রতি।ভালো ফলাফল করতে নিজের একান্ত চেষ্টা ও একাগ্রতা প্রয়োজন বলে তিনি মনে করেন।

সাইমুর ফিজিক্সে তার শিক্ষালব্ধ জ্ঞান কমিউনিটি ও মানবতার সেবায় কাজে লাগাতে চান।সাইমুরের পিতা কমিউনিটির পরিচিত মুখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ও লন্ডনের মার্টন কলেজের সাবেক কেমিস্ট্রি টিচার ডক্টর মুজিবুর রহমান ও মাতা লন্ডনের জর্জ গ্রিন স্কুলের সাবেক সায়েন্স টিচার সাবিনা ইয়াসমিন বখত।

বুধবার, ২৪ আগস্ট, ২০২২

পাকা দালান ঘর পাচ্ছেন সালেক উদ্দিন।

পাকা দালান ঘর পাচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্ত  সালেক উদ্দিন।৪ নং রামপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা সালেক উদ্দিনের ঘর বিগত বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।ক্ষতিগ্রস্ত এই ঘরের ছবি শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও রঙিন স্বপ্ন তরুন সংঘটনের উপদেষ্টা মোঃ রেনু মিয়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আপলোড করলে দেশ ও প্রবাসের বহু মানুষ ছবিটি দেখে মর্মাহত হোন।অনেকে নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করেন।প্রধানমন্ত্রীর ত্রান তহবিল সহ বিভিন্ন সংস্থা থেকে আর্থিক সহায়তা পান।এই ঘরটির ছবি দেখে ৪নং রামপাশা ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান এড. মোহাম্মদ আলমগীর ঘর মেরামত করে দেওয়ার আশ্বাস দেন।এবং ইউ কে প্রবাসি সংস্থার সাথে যোগাযোগ করে এই ঘরটি কথা বলেন এবং তারা ৩ লক্ষ টাকা ব্যয়ে ঘরটি নির্মান করে দিবে বলেন।আগামি সপ্তাহে ঘর নির্মান শুরু হবে বলে জানান তারা।


শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

নওধার গনস্বাস্থ্য হাসপাতালের উদ্যোগে আমতৈল গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন।

 


নওধার গনস্বাস্থ্য হাসপাতালের উদ্যোগে আমতৈল গ্রামে গত বৃহঃবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।এতে প্রায় ২০০ জন রুগিকে ওষুধ সহ ফ্রি চিকিৎসা দেওয়া হয়।২নং ওয়ার্ড মেম্বার ফকির মোঃ ইমাম উদ্দিনের বাড়ির সামনে সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত চলে এই চিকিৎসা কার্যক্রম।এতে ঢাকা থেকে আগত বিষেজ্ঞ ডাক্তারগন রুগি দেখেন।এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড মেম্বার ফকির মোঃ ইমাম উদ্দিন,নওধার গনস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সোহরাব আহমেদ,শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও রঙিন স্বপ্ন তরুন সংঘটনের উপদেষ্টা মোঃ রেনু মিয়া,বিশিষ্ট সমাজ সেবক মিজান আহমদ।এতে সেচ্ছাসেবক হিসাবে সহযোগিতা করেন রঙিন স্বপ্ন তরুন সংঘটনের সদস্যরা।মুলত গণস্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশের একটি বেসরকারি সাহায্য সংস্থা, যেটির কর্মসূচির ভিত্তি স্বাস্থ্য সেবার উপর নির্ভরশীল।[

শনিবার, ২৩ জুলাই, ২০২২

আমতৈল গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে এস,এস,সি ৯৮ ব্যাচ ইউ,এস,এ চাপ্টার।


নিজস্ব প্রতিবেদনঃ এস,এস,সি ১৯৯৮-এইচএসসি ২০০০ ব্যাচ ইউ,এস,এ চাপ্টারের সার্বিক সহায়তায় সিলেটে বন্যা পরবর্তী পুনর্বাসনের কার্যক্রমের অংশ হিসাবে বৃহত্তর আমতৈল গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারকে ২৫০০(আড়াই হাজার) টাকা করে ঘর নির্মানের জন্য মোট ১,০০০০০(এক লক্ষ)টাকা প্রাথমিক অনুদান দেওয়া হয়।তারা পরবর্তীতে আরো বড় ধরনের পরিকল্পনা হাতে নেওয়ার আশ্বাস দেন।ঘরে ঘরে গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ টাকা তুলে দেন জনাব ডাঃ মোঃ ইমতিয়াজ আহমেদ মেডিক্যাল অফিসার(২৮ তম বিসিএস)সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ,জনাব মোঃ সাদেক মিয়া সহকারী অধ্যাপক (পরিসংখ্যান বিভাগ), সৈয়দ নবীব আলী কলেজ, জনাব মোঃ ফিরুজ আহমেদ জনসন কোম্পানি,সিলেট বিভাগ,জনাব মোঃ রাসেল আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী, জনাব নিশি মোহন নাথ,ব্যবস্থাপক,রুপালি ব্যাংক,সিলেট।অন্যন্যদের উপস্থিত ছিলেন শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষনক মোঃ রেনু মিয়া ও তরুন সমাজ সেবক মিজান আহমেদ।নগদ টাকা হাতে পেয়ে ক্ষতিগ্রস্থরা খুবই খুশি হোন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

শনিবার, ১৬ জুলাই, ২০২২

আল হেরার নির্বাচনঃ সভাপতি জাকারিয়া,সম্পাদক সালেহ আহমেদ পুনরায় নির্বাচিত।


 কার্যনির্বাহী পরিষদ গঠনঃ

গত ১৫-০৭-২০২২ ইং, রোজ শুক্রবার, বিকাল ৫:৩০ মিনিটের সময়, আল-হেরা সমাজ কল্যাণ পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২ (দুই) বছরের (২০২২-২০২৪) জন্য কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে মুহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার সালেহ আহমদ পুনঃনির্বাচিত হন । 

পরবর্তীতে সভাপতি ও সাধারন সম্পাদক পরামর্শক্রমে ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন করেন ৷

             *পূর্নাঙ্গ কার্যনির্বাহী পরিষদ *

সভাপতি - মুহাম্মদ জাকারিয়া

সহ সভাপতি- আ.ন.ম মাসুম

সাধারণ সম্পাদক- ইঞ্জিনিয়ার সালেহ আহমদ

সহ সাধারণ সম্পাদক -হাঃ আলীম উদ্দিন

সাংগঠনিক সম্পাদক- ছিদ্দিকুর রহমান জুয়েল 

সহ সাংগঠনিক সম্পাদক- মাওঃ মুতিউর রহমান

অর্থ সম্পাদক- মুসা মিয়া

সহ অর্থ সম্পাদক- রাসেল আহমদ (২)

প্রচার সম্পাদক- ফারুক আহমদ

সহ প্রচার সম্পাদক- হুসাইন আহমদ (১)

সমাজ কল্যাণ সম্পাদক- মুঃ রেনু মিয়া

সহ সমাজ কল্যাণ সম্পাদক- মাসুম বিল্লাহ

প্রকাশনা সম্পাদক- হাঃ সাইফুল আলম

আইটি সম্পাদক- মুহাম্মদ আলমগীর

অফিস সম্পাদক- হাঃ সালেহ আহমদ

সহ অফিস সম্পাদক- হুসাইন আহমদ (৩)

শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক- নুরুল ইসলাম নাহিদ

সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক- শামীম আহমদ

ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাঃ- গোলাম মুস্তাকিন

সহ ত্রান ও দূর্যোগ ব্যবঃ সম্পাঃ- নিজাম উদ্দিন

ছাত্র কল্যাণ সম্পাদক- জাকওয়ান আহমদ

শুক্রবার, ১ জুলাই, ২০২২

ফান্ড রাইজিং এর মাধ্যমে আমতৈল গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬৫ পরিবারকে ত্রান ও নগদ অর্থ বিতরণ।

 

পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রেনু মিয়া ফান্ড রাইজিং করেন।এতে দেশ ও প্রবাসের অনেকেই মানবতার ডাকে সাড়া দিয়ে টাকা পাঠান।তিনি মোট ৩৪,০০০(চৌত্রিশ হাজার টাকা) সংগ্রহ করেন।এতে মোট ১৬৫ টি পরিবারকে ত্রান ও নগদ অর্থ প্রদান করা হয়।ত্রান কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে রঙিন স্বপ্ন তরুন সংঘটন। 

শুক্রবার, ২০ মে, ২০২২

বন্যা দুর্গতদের পাশে চেয়ারম্যান এড. মোহাম্মদ আলমগীর।

 

সিলেটে আকস্মিক বন্যায় বেড়েছে মানুষ দুর্ভোগ।বিগত কয়েকদিন ধরে পানি বন্দি সিলেটবাসী।সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৪নং রামপাশা ইউনিয়নের ৬ টি ওয়ার্ড ও বন্যার পানির নিচে।বেড়েছে মানুষের ভোগান্তি।পানিতে অবরুদ্ধ এলাকার মানুষ।সেই দুর্ভোগে এগিয়ে আসলেন ৪ নং রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান এড. মোহাম্মদ আলমগীর।তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সবার খুজ খবর নেন।শুকনা খাদ্য ও জরুরি ঔষুধ বিতরন করেন বন্যা দুর্গতদের মাঝে।তিনি সব সময় সবার পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

দশঘর ইউনিয়নকে হারিয়ে বিশ্বনাথ উপজেলা আন্ত:ইউনিয়ন চ্যাম্পিয়ন রামপাশা ইউনিয়ন।


 

দশঘর ইউনিয়ন ক্রিকেট দলকে হারিয়ে বিশ্বনাথ উপজেলা আন্ত:ইউনিয়ন চ্যাম্পিয়ন রামপাশা ইউনিয়ন।


 

বিশ্বনাথ উপজেলা আন্ত:ইউনিয়ন চ্যাম্পিয়ন রামপাশা ইউনিয়ন ক্রিকেট দল।


 

দশঘর ইউনিয়ন ক্রিকেট দলকে হারিয়ে আন্ত:ইউনিয়ন চ্যাম্পিয়ন রামপাশা ইউনিয়ন ক্রিকেট দল।


 বিস্ততারিত পরে........ 

প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রতিবন্ধিদের জায়গা সহ ঘর নির্মান পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান

 সিলেটের জেলা প্রশাসক জনাব মজিবর রহমান রামপাশা ইউনিয়নের প্রতিবন্ধীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার জায়গা সহ গৃহ নির্মাণের কাজগুলো ...