ফেসবুক লাইভে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে নিয়ে মিথ্যা তথ্য প্রদান করায় বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ শোকজ করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) তাকে শোকজ করেন পৌর বিএনপি সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক বশির আহমদ। আগামী ৭দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়।
বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই ও সাধারণ সম্পাদক বসির আহমদ জানান, গত ২৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আব্দুর রহমান খালেদ একটি ভিডিও বার্তায় ইলিয়াস আলীকে নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করেন। এতে এম ইলিয়াস আলীর ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। যা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন