নওধার গনস্বাস্থ্য হাসপাতালের উদ্যোগে আমতৈল গ্রামে গত বৃহঃবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।এতে প্রায় ২০০ জন রুগিকে ওষুধ সহ ফ্রি চিকিৎসা দেওয়া হয়।২নং ওয়ার্ড মেম্বার ফকির মোঃ ইমাম উদ্দিনের বাড়ির সামনে সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত চলে এই চিকিৎসা কার্যক্রম।এতে ঢাকা থেকে আগত বিষেজ্ঞ ডাক্তারগন রুগি দেখেন।এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড মেম্বার ফকির মোঃ ইমাম উদ্দিন,নওধার গনস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সোহরাব আহমেদ,শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও রঙিন স্বপ্ন তরুন সংঘটনের উপদেষ্টা মোঃ রেনু মিয়া,বিশিষ্ট সমাজ সেবক মিজান আহমদ।এতে সেচ্ছাসেবক হিসাবে সহযোগিতা করেন রঙিন স্বপ্ন তরুন সংঘটনের সদস্যরা।মুলত গণস্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশের একটি বেসরকারি সাহায্য সংস্থা, যেটির কর্মসূচির ভিত্তি স্বাস্থ্য সেবার উপর নির্ভরশীল।[
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন