শনিবার, ২৭ আগস্ট, ২০২২

ফেসবুক লাইভে ইলিয়াস আলীকে নিয়ে মন্তব্য: বিএনপি নেতাকে শোকজ

 ফেসবুক লাইভে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে নিয়ে মিথ‌্যা তথ‌্য প্রদান করায় বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ শোকজ করা হয়েছে।  শনিবার (২৭ আগস্ট) তাকে শোকজ করেন পৌর বিএনপি সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক বশির আহমদ। আগামী ৭দিনের মধ‌্যে শোকজের জবাব দিতে বলা হয়।

বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই ও সাধারণ সম্পাদক বসির আহমদ জানান, গত ২৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আব্দুর রহমান খালেদ একটি ভিডিও বার্তায় ইলিয়াস আলীকে নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করেন। এতে এম ইলিয়াস আলীর ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। যা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী।


বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সুযোগ পেলেন সিলেটের সাইমুর

 

বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের অন্যতম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বৃটিশসহ যেকোন দেশের ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়টিতে সুযোগ পাওয়া ভাগ্যের বিষয়। কিন্তু বাংলাদেশি ছাত্ররা সেই ভাগ্যকে বিজয় করে প্রতি বছর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সুযোগ পাচ্ছেন। সময় যত গড়াচ্ছে, বাংলাদেশিদের তালিকা ততই দীর্ঘ হচ্ছে।সেই দীর্ঘ তালিকায় এবার নাম লিখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের বিশ্বনাথ উপজেলার সাইমুর রহমান।

তিনি এবারের ‘এ’ লেভেল পরীক্ষায় লন্ডন একাডেমি অফ এক্সসিলেন্স (এলএই) থেকে ফিজিক্স, মেথডস, ফারদার মেথ এবং ক্যামেস্ট্রি বিষয় নিয়ে লেখাপড়া করে সবক’টিতেই এ স্টার লাভ করেন। এ ছাড়া সাইমুর ইয়ার ১২’এ ইপিকিউতে (ডেজার্টেশন অন কোয়ান্টাম কম্পিউটিং) এ স্টার এবং ইয়ার ১৩’এ ওয়ান অফ দ্যা বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন।

করোনা মহামারির পর প্রথম সরাসরি এ লেভেল পরীক্ষার ফল ইংল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে গত ১৮ই আগস্ট বৃহস্পতিবার ঘোষণা করা হয়। এবারের পরীক্ষায় টপ গ্রেডধারীদের সংখ্যা কমলেও বৃটিশ বাংলাদেশিরা আশা জাগানিয়া ফলাফল করেছেন। ফলাফল হাতে পেয়ে সাইমুর কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহর প্রতি। এ ছাড়াও স্কুলের শিক্ষক ও বাবা- মা’র প্রতি।ভালো ফলাফল করতে নিজের একান্ত চেষ্টা ও একাগ্রতা প্রয়োজন বলে তিনি মনে করেন।

সাইমুর ফিজিক্সে তার শিক্ষালব্ধ জ্ঞান কমিউনিটি ও মানবতার সেবায় কাজে লাগাতে চান।সাইমুরের পিতা কমিউনিটির পরিচিত মুখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ও লন্ডনের মার্টন কলেজের সাবেক কেমিস্ট্রি টিচার ডক্টর মুজিবুর রহমান ও মাতা লন্ডনের জর্জ গ্রিন স্কুলের সাবেক সায়েন্স টিচার সাবিনা ইয়াসমিন বখত।

বুধবার, ২৪ আগস্ট, ২০২২

পাকা দালান ঘর পাচ্ছেন সালেক উদ্দিন।

পাকা দালান ঘর পাচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্ত  সালেক উদ্দিন।৪ নং রামপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা সালেক উদ্দিনের ঘর বিগত বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।ক্ষতিগ্রস্ত এই ঘরের ছবি শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও রঙিন স্বপ্ন তরুন সংঘটনের উপদেষ্টা মোঃ রেনু মিয়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আপলোড করলে দেশ ও প্রবাসের বহু মানুষ ছবিটি দেখে মর্মাহত হোন।অনেকে নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করেন।প্রধানমন্ত্রীর ত্রান তহবিল সহ বিভিন্ন সংস্থা থেকে আর্থিক সহায়তা পান।এই ঘরটির ছবি দেখে ৪নং রামপাশা ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান এড. মোহাম্মদ আলমগীর ঘর মেরামত করে দেওয়ার আশ্বাস দেন।এবং ইউ কে প্রবাসি সংস্থার সাথে যোগাযোগ করে এই ঘরটি কথা বলেন এবং তারা ৩ লক্ষ টাকা ব্যয়ে ঘরটি নির্মান করে দিবে বলেন।আগামি সপ্তাহে ঘর নির্মান শুরু হবে বলে জানান তারা।


শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

নওধার গনস্বাস্থ্য হাসপাতালের উদ্যোগে আমতৈল গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন।

 


নওধার গনস্বাস্থ্য হাসপাতালের উদ্যোগে আমতৈল গ্রামে গত বৃহঃবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।এতে প্রায় ২০০ জন রুগিকে ওষুধ সহ ফ্রি চিকিৎসা দেওয়া হয়।২নং ওয়ার্ড মেম্বার ফকির মোঃ ইমাম উদ্দিনের বাড়ির সামনে সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত চলে এই চিকিৎসা কার্যক্রম।এতে ঢাকা থেকে আগত বিষেজ্ঞ ডাক্তারগন রুগি দেখেন।এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড মেম্বার ফকির মোঃ ইমাম উদ্দিন,নওধার গনস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সোহরাব আহমেদ,শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও রঙিন স্বপ্ন তরুন সংঘটনের উপদেষ্টা মোঃ রেনু মিয়া,বিশিষ্ট সমাজ সেবক মিজান আহমদ।এতে সেচ্ছাসেবক হিসাবে সহযোগিতা করেন রঙিন স্বপ্ন তরুন সংঘটনের সদস্যরা।মুলত গণস্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশের একটি বেসরকারি সাহায্য সংস্থা, যেটির কর্মসূচির ভিত্তি স্বাস্থ্য সেবার উপর নির্ভরশীল।[

প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রতিবন্ধিদের জায়গা সহ ঘর নির্মান পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান

 সিলেটের জেলা প্রশাসক জনাব মজিবর রহমান রামপাশা ইউনিয়নের প্রতিবন্ধীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার জায়গা সহ গৃহ নির্মাণের কাজগুলো ...