রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

২৫ ফেব্রুয়ারি সিলেট জেলা প্রাথমিক নিয়োগ বঞ্চিত শিক্ষকদের মানববন্ধন।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ এর সিলেট জেলার দ্রুত যোগদান ও পদায়ন এবং ১৬ ফেব্রুয়ারি থেকে বেতন ভাতা কার্যকরের দাবিতে এক শান্তিপূর্ন মানববন্ধনের আয়োজন করবেন সিলেট জেলা প্রাথমিক নিয়োগ বঞ্চিত শিক্ষকগণ। আগামী ২৫ ফেব্রুয়ারি রোজ মঙ্গল সিলেট প্রাথমিক শিক্ষা অফিসের সামনে সকাল ১০ ঘটিকার সময় মানববন্ধন অনুষ্টিত হবে বলে নিশ্চিত করেছেন নিয়োগ বঞ্চিত শিক্ষকরা।পরে জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করবেন।উল্লেখ্য গত ১৬ ফেব্রুয়ারি পুর্বের নোটিশ অনুযায়ী যোগদানের কথা ছিল।কিন্তু সেদিন কিছু শিক্ষক যোগদানের অনুমোদন পাওয়ার পর হাইকোর্টের নির্দেশে সকল নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়।তাই দ্রুত সময়ের মধ্যে যোগদান এবং পদায়নের দাবিতে শিক্ষকরা মানববন্ধনের ডাক দিয়েছেন।এতে নিয়োগ বঞ্চিত সকল শিক্ষকগনকে উক্ত মানববন্ধনকে সফল করার জন্য আহবান করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রতিবন্ধিদের জায়গা সহ ঘর নির্মান পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান

 সিলেটের জেলা প্রশাসক জনাব মজিবর রহমান রামপাশা ইউনিয়নের প্রতিবন্ধীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার জায়গা সহ গৃহ নির্মাণের কাজগুলো ...