মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল স্থগিত কুড়িগ্রামে

হাইকোর্টের এক আদেশে কুড়িগ্রাম জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। সরকারি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট জনৈক জান্নাতুল ফেরদৌসির করা রিট পিটিশনটি আমলে নিয়ে এ আদেশ দেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) কুড়িগ্রাম জেলা দায়রা জজ আদালতে এ আদেশ পৌঁছলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। জানা যায়, গত বছর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় ১৬৬ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
শিক্ষক নিয়োগে ২০১৩ লঙ্ঘনের অভিযোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের মঈদাম এলাকার বীর মুক্তিযোদ্ধা আবু ইব্রাহীমের কন্যা জান্নাতুল ফেরদৌস সংবিধানের অনুচ্ছেদ ১০২ ধারা লঙ্ঘনের অভিযোগে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন আনয়ন করেন। এরই প্রেক্ষিতে বিচারক শেখ হোসাইন আরিফ এবং বিচারক মোঃ মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চে শুনানি শেষে ২৭ জানুয়ারি ৬ মাসের জন্য নিয়োগ স্থগিত করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রতিবন্ধিদের জায়গা সহ ঘর নির্মান পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান

 সিলেটের জেলা প্রশাসক জনাব মজিবর রহমান রামপাশা ইউনিয়নের প্রতিবন্ধীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার জায়গা সহ গৃহ নির্মাণের কাজগুলো ...