বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

ফাইনালে উঠার লড়াইয়ে আগামীকাল জননী ক্রিকেট ক্লাব বিপক্ষে মাঠে নামছে এস আর ক্রিকেট ক্লাব

স্পোর্টস ডেস্ক, ১২ ফেব্রুয়ারি,২০২০: বিশ্বনাথে রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ১৪তম রামপাশা ইউনিয়ন ক্রিকেট লীগের ২য় সেমিফাইনালে মুখামুখি হচ্ছে আসরের অন্যতম শিরোপার দাবিদার জননী ক্রিকেট ক্লাব এবং এস,আর ক্রিকেট ক্লাব।
ফাইনালে উঠার এই লড়াই আগামীকাল দুপুর ১ঘটিকায় শেখপাড়া ক্রিকেট মাঠে শুরু হবে।প্লে অফে নিউ স্টার ক্রিকেট ক্লাবকে ৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দারুন ছন্দে রয়েছে সাইফুল,কামরুল,কানন এবং যুবরাজদের নিয়ে গড়া এস,আর ক্রিকেট ক্লাব।অপর দিকে ১ম সেমিফাইনালে এস,পি ক্রিকেট ক্লাবের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২ উইকেটে হারলেও রাজন,স্বপন,শিবলু,মুস্তাফিজ এবং আহাদদের নিয়ে গড়া জননী ক্রিকেট ক্লাব ফাইনালের টিকেট পেতে মরিয়া হয়ে উঠবে।হারলে বিদায়,জিতলে ফাইনাল এমন সমীকরণের খেলায় কেউ কাউকে ছাড় দিতে চাইবে না।তাই ক্রিকেট প্রেমীদের জন্য এক জমজমাট লড়াই অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রতিবন্ধিদের জায়গা সহ ঘর নির্মান পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান

 সিলেটের জেলা প্রশাসক জনাব মজিবর রহমান রামপাশা ইউনিয়নের প্রতিবন্ধীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার জায়গা সহ গৃহ নির্মাণের কাজগুলো ...